প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ জানুয়ারি, ২০১৮

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আনন্দ র‌্যালি, শোভাযাত্রা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

মাগুরা : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ থেকে আনন্দ র‌্যালি পরবর্তী ছাত্রসমাবেশে শাহজান আলী সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার প্রমুখ। এ ছাড়া জেলার চার উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

বাগেরহাট : শহরের রেলরোড থেকে শুরু হওয়া র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, ফারুক তালুকদার, জেলা শ্রমিক লীগের সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সম্পাদক ওশান সরদার, সহসভাপতি রাকিবুল ইসলাম রাজ প্রমুখ।

বগুড়া : র‌্যালি শেষে দুপুরে বগুড়া শহরের সাতমাথায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। সংগঠনের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, মনসুর রহমান মুন্নু, আসাদুর রহমান দুলু, শাহাদত আলম ঝুনু, জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, রুহুল মোমিন তারিক, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সাহিন, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, মাফুজুল ইসলাম রাজ, আরিফুর রহমান আরিফ প্রমুখ।

হবিগঞ্জ : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ লাখাই আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির। র‌্যালি শেষে পথ সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, হবিগঞ্জ জেলা আ.লীগ সভাপতি ও এমপি অ্যাডভোকেট আবু জাহির, সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও হবিগঞ্জ পৌর আ.লীগের সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে র‌্যালি বের করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। জেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।

গাইবান্ধা : র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, মোজাম্মেল হক মন্ডল, সদর উপজেলা আ.লীগ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা ছাত্রলীগ আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আহমেদ শাকিল, রাহাত মাহমুদ রনি প্রমুখ।

এদিকে, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)’র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, সাদুল্যাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, জিয়াউল হক জনি, মামুনুর রশিদ রুবেল, সুজন প্রসাদ, রাকিব হাসান সীমান্ত প্রমুখ।

মাদারীপুর : মাদারীপুর সদর, শিবচর, রাজৈর, কালকিনিসহ জেলার চার উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। সকালে মাদারীপুর সরকারী নাজিমুদ্দিন কলেজ গেট থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিবুর রহমান খান শশীর নেতৃত্বে হাতি ঘোড়া সাজিয়ে ও ইটেরপুল এলাকা থেকে জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিকের নেতৃত্বে পৃথক পৃথকভাবে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নওগাঁ : নওগাঁয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি কেক কাটেন। অনুষ্ঠানে ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

নোয়াখালী : নোয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যেগে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আ.লীগের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে জেলা শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান আরমানের সভাপতিত্বে আলোচনা সভায়য় বক্তব্য দেনÑনোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা আ’লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলা লিটন, শামছুদ্দিন জেহান, জেলা ছাত্রলীগের সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ।

নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগ সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমির সভাপতিত্বে এবং সম্পাদক দেওয়ান জনির পরিচালনায় আলোচনায় বক্তব্য দেনÑ জেলা আ.লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক নুর খান মিঠু, যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি প্রমুখ।

লালমনিরহাট : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরে জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক ও গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, জেলা ছাত্রলীগের সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল খালেক বাবু, সম্পাদক মেহেদী হাসানসহ জেলা ছাত্রলীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মেহেরপুর : মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের নেতৃত্বে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুস সালাম, আ.লীগের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এমএএস ইমন, জেলা কৃষক লীগের সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, শহর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়রুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সম্পাদক জুয়েল রানা, সাবেক সহসভাপতি জুনায়েদ ইমরোজ জুলফিকার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, শহর সভাপতি আরিফ শেখ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত ই খোদা রুবেল, সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

নাটোর : জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বের হওয়া শোভাযাত্রা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেনÑজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আ’লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সহসভাপতি অ্যাডভোকেট. সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা।

বান্দরবান : বান্দরবান রাজার মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান মুক্তমঞ্চ প্রঙ্গনে এসে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি কাওসার সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑপার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, জেলা ছাত্রলীগের সম্পাদক জনী সুশিল প্রমুক।

ঝিনাইদহ : জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি কেসি কলেজ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, সম্পাদক রানা হামিদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।

পটুয়াখালী : জেলা ছাত্রলীগের আয়োজনে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার, সম্পাদক ওমর ফারুক ভুইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, শ্রমবিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির প্রমুখ।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑবিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার, শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেন, এহসান মাহফুজ, মিজানুর রহমান সিনহা, আমিনুল ইসলাম লিংকন, রফিকুল ইসলাম, সোহেল রানা, যুগ্ম সম্পাদক সরকার ডন, মোস্তাকিম পাভেল, সাবরুন জামিল সুষ্ময় প্রমুখ।

বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হেলিপ্যাডে পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর। পরে র‌্যালি শেষে বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিসে কেক কাটা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, কৃষিবিদ ইনস্টিটিউটের যুগ্ম মহাসচিব ড. এ কে এম জাকির হোসেন, প্রক্টর ড. আতিকুর রহমান খোকন, বাকৃবি শাখা ছাত্রলীগের সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল প্রমুক।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোশাররত শবনব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব

বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) জয়বাংলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শাখা ছাত্রলীগ। র‌্যালি শেষে আলোচনা সভা, কেক কাটা এবং পরে টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেনÑবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. শাহজাহান প্রমুখ।

ইবি : আনন্দ র‌্যালি ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান, সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, সহযোগী অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. গৌতম কুমার দাসসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখা। দুই উপজেলায় আনন্দ র‌্যালি শেষে কেক কাটা হয়। লাকসাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সম্পাদক মহব্বত আলী, লাকসাম উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহসভাপতি আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন মিলন, কামরুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, আইন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সফিকুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন নয়ন, শামীম মোল্লা, যুগ্ম সম্পাদক রাসেল, রাকীব, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, মোগড়া ইউপি’র সভাপতি সোহেল, মনিয়ন্দ ইউপি’র সম্পাদক রাজিব, দক্ষিণ ইউপি’র আহ্বায়ক লিটন প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ নেতা সাইদুর রহমান হাসান ও মাহমুদ জামসদের নেতৃত্বে কুন্টপুট্রি দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। অপরদিকে সকাল ১১টায় উপজেলা আ.লীগের সভাপতি সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি সমর্থিত ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রুবেল ও সামসুল কবির নিশাদের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে, আলোচনায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন আ.লীগ নেতা আধ্যাপক আব্দুর রাজ্জাক, আ. মালেক সরকার, মেয়র গোলম কিবরিয়া প্রমুখ।

আড়াইহাজার (নারায়নগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যেগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনর রশিদ মামুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের এমপি আলহাজ¦ নজরুল ইসলাম বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি শাহজালাল মিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান রোমান, অধ্যক্ষ আক্তারুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা মোজাম্মেল হক জুয়েল, আড়াইহাজার পৌর মেয়র হাবিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি মেহের আলী মোল্লা প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সম্পাদক হাসানুজ্জামান সজিব, কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাকিবিল্লাহ রাকিব প্রমুখ।

বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হওয়া র‌্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেনÑশার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, সহসভাপতি রাশেদ খান মেনন, আমিনুর রহমান, জিল্লুর রহমান, নাসির হোসেন, দফতর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑউপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সম্পাদক আবুল খায়ের, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑধামরাই উপজেলা আ’লীগের সহসভাপতি আকরাম হোসেন, যুবলীগে সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম, কৃষক লীগের সম্পাদক আব্দুল গনি, ধামরাই পৌর আ’লীগের সহসভাপতি আলাউদ্দিন, ধামরাই পৈার যুবলীগের সভাপতি আমিনুর রহমান, কুল্লা ইউনিয়নের সহসভাপতি বাদশা মিয়া, ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মানছুর রহমান, হাবিবুর রহমান খান হাবিব প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে আনন্দ শোভাযাত্রা পরবর্তী শেখ রাসেল অডিটেডিয়ামে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। সভায় বক্তব্য দেনÑমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভপতি আসিফ ইকবাল সনি, গোলাম সোবহান, শফিকুল ইসলাম চাঁন, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শারিফুল ইসলাম খান শরিফ, যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা প্রমুক।

গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুর উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি স ম সেলিম, আ’লীগের সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ আব্দুল বারী, যুবলীগ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার মিতা, সাবেক ছাত্রলীগ নেতা সরকার মেহেদী হাসান, আতিকুল ইসলাম ভুলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মামুন প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত আনন্দ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্পাদক আলহাজ¦ ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, উপজেলা আ’লীগের সভাপতি শফি উদ্দিন মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. গফুর মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, অধ্যাপক ছানোয়ার হোসেন, বাপ্পু সিদ্দিকী প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের সভাপতিত্বে ও সম্পাদক মেহেদী হাসান শুভর সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচিতে উপডস্থিত ছিলেনÑজেলা আ’লীগের সাধারন সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফিক মাহমুদ পিন্টু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) : উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান মোহনের সভাপতিত্বে ও সাধারন সস্পাদক সোহেব খন্দকারের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেনÑস্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুবলীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের সস্পাদক ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ৮ ইউপি ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেককাটা অনুষ্ঠান শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরার সঞ্চালনায় বক্তব্য দেনÑউপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, যুবলীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, মহিলা নেত্রী পারুল আক্তার, বিথী আক্তার প্রমুখ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑকেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ লাভলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. রাশেদ শমসের প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : র‌্যালি শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেটের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউজ মাঠে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑউপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম-সম্পাদক মীর মামুনুর রশীদ ও সরদার লোকমান হোসেন, পৌর মেয়র এনায়েত হোসেন, ছাত্রলীগের সম্পাদক রুহুল আমীন মীর সুজন প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑউপজেলা আ’লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, মধুখালী পৌর আ’লীগের সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা, রেজাউল করিম তুহিন, উপজেলা যুবলীগের শাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর থানা ছাত্রলীগের আহব্বায়ক ফয়ছাল আহম্মেদ নাহিদ। সভায় উপস্থিত ছিলেনÑস্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ম. রুহুল আমিন, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সম্পাদক পার্থ সারথী দত্ত, যুগ্ম সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, সহসভাপতি জহিরুল ইসলাম জুয়েল, আরিফুল ইসলাম সাহেদ, আক্তার হোসেন মেম্বার প্রমুখ।

দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় একটি শোভাযাত্রা জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। দোহার উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ এবং কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এতে উপস্থিত ছিলেনÑসাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ আলম সুরুজ, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক রাজীব শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি দ্বীন ইসলাম শিকদার, সম্পাদক এসএম কামরুজ্জামান প্রমুখ।

নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দা উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিনের সভাপতিত্বে ও সম্পাদক কামরুজ্জামান কামরানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেনÑউপজেলা আ’লীগের সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহসভাপতি কাইমুদ্দীন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন মৃধা ,জাহিদুর রহমান সুইট, নগরকান্দা পৌর আ’লীগের সম্পাদক মোস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান. প্রধান শিক্ষক মজিবর রহমান, পৌর প্যানেল মেয়র নিমাই সরকার প্রমুখ।

চাটমোহর (পাবনা) : উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেনÑউপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑসাঘাটা উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক অ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, ছাত্রলীগের সভাপতি ফজলে খোদা লিয়ন, জেলা আ’লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান, তাতী লীগের যুগ্ম আহ্বায়ক কামাল রাব্বী, জাতীয় শ্রমিক লীগের সম্পাদক মোজাহিদুল ইসলাম বকুল প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদের নেতৃত্বে ও সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর পরিচালনায় আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন, আ’লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবীর, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সম্পাদক এসএম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড’র সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক পার্থ সরকারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেনÑউপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোনে, সম্পাদক আফসার আলী, সহসভাপতি জাফরুল্লাহ, সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক আবু তাহের মামুন, শাহ নওয়াজ, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে র‌্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জÑ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, রহনপুর পৌর আ’লীগ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist