জামালপুর প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০১৮

দুই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিতের মামলার রায় প্রদান

জামালপুরে দুই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিতের ঘটনার মামলার রায় প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে বিজ্ঞ আদালতের চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট সোলায়মান কবির রায় প্রদান করেন। জামালপুরে দুই মেজিস্ট্রেটসহ স্টাফদের লাঞ্ছিতের ঘটনার মামলায় ২৬ জন আসামীর প্রত্যেককে ৫ বছর ৬মাস কারাদন্ডাদেশ দেওয়া হয়।

জানা গেছে, শহরের তমালতলা এলাকার মিতালী মর্কেটে ১৪ জুন সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট এবিএম গোলাম রসুল, সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট ওয়াহেদুজ্জামানসহ গানম্যান ও অফিস সহকারীকে লাঞ্ছিত করে মিতালী মার্কেটের দোকানদার ও কর্মচারীরা। মিতালী মার্কেটের সিঙ্গাপুর লেদার হাউজে ব্যাগ কেনা নিয়ে বাগ বিত-তায় এ ঘটনাটি ঘটে। ওইদিন রাতেই চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মিজানুর রহমান বাদী হয়ে সিঙ্গাপুর লেদার হাউসের মালিক মোতাহার হোসেনকে প্রধান আসামী করে ৮১ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুল ইসলাম র্দীঘ তদন্ত শেষে ২৩ নভেম্বর ৩০ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ এন আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বাদীসহ ১২জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে অভিযুক্ত ২৬জনকে ৫ বছর ৬ মাস কারাদন্ড, ৭ হাজার ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহান ও অ্যাডভোকেট মো. আনছার আলী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist