সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০১৮

রাষ্ট্রপতির দেওয়া মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা

সিরাজগঞ্জে রাষ্ট্রপতি প্রদত্ত মুক্তিযোদ্ধার সম্পত্তিতে নির্মাণ কাজে বাঁধা দেওয়ার কারণে স্থায়ী মুক্তিযোদ্ধাদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ আছে, রাষ্ট্রীয় সম্পদ নিজে দখলে নিতে জনৈক শহীদুল ইসলাম যড়যন্ত্রমূলকভাবে এই অপচেষ্টা চালিয়ে আসছে। ভুক্তিভোগি পরিবার স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে এই অভিযোগ করেন। জানা যায়, শহরের এস এস রোডের (তৎকালীন জিন্নাহ রোড) পরিত্যাক্ত বাড়িতে বাস করে আসছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পরিবার। ১৯৮৬ সালে রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের স্ত্রী সেলিনা বেগমকে দলিল করে দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এর আলোকে ২০০৩ সালে রাষ্ট্রীয় নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষেন চন্দ্র দাস দলিল করে দেন। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আরএস ১৮৬১/১৮৬২ জমিতে বসবাস করে আসা এই পরিবার নিয়মিত পৌর কর, রাজস্ব প্রদান করে আসছিল। কিন্তু ২০১৭ সালের প্রথম দিকে ভাঙ্গা ঘর ভেঙে পাকা ভবন তৈরি করতে গেলে প্রতিবেশি শহীদুল ইসলাম প্রথমে বাঁধা ও পরে ১৪৪ ধারা জারি করেন। এমনকি সদর থানার জনৈক এসআই’কে দিয়ে তা নির্মাণ কাজে বাধা দিয়ে রাজমিস্ত্রিদের যন্ত্রপাতি কেড়ে নেয়। বিবাদমান জমির বিরোধ নিষ্পত্তিতে পৌর মেয়রের নেতৃত্বে অনুষ্ঠিত একাধিক সালিশ বৈঠকে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে লিখিত রায় প্রদান করেন বলে স্থানীয় সূত্র জানায়।

অভিযুক্ত শহীদুল ইসলাম এ ব্যাপারে বলেন, তিনি আইনের আশ্রয় নিয়েছেন, সেখানে তিনি সমাধান গ্রহণ করবেন।

পলাশডাঙ্গা যুবশিবিরের পরিচালক ও সাবেক জেলা ইউনিট কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, গাজী শফিকুল ইসলাম সফি, সাবেক সদর থানা কমান্ডার গাজী ফজলুর রহমান খান, কামারখন্দের সাবেক কমান্ডার গাজী এস এইচ ফিরোজীসহ অন্যান্য বলেন, যে মুহর্তে প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সঠিক মুল্যায়ন করে চলেছে ঠিক সেই মুহর্তে স্বাধীনতা বিরোধীদেরে এহেন কার্য কলাপ দেশ ও জাতির জন্য লজ্জা জনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist