বাগেরহাট প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০১৮

প্রতারণা মামলা

ঢাকা উত্তরা ফাইনান্সের ডিএমডিসহ ৩ কর্মকর্তা বাগেরহাট কারাগারে

বাগেরহাটে প্রতারণা মামলায় ঢাকা উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাকির হোসেনসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক পলি আফরোজ তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বছরের ২ মার্চ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হাসিবুর রহমান নামের এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় এ আদেশ দেন আদালত। তারা হলেন ঢাকা উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ডিএমডি মো. জাকির হোসেন, রিকোভারি অফিসার হারুন আর রশিদ ও ভিজিটিং অফিসার মো. বরকত হোসেন।

মামলার বাদি পক্ষের আইনজীবী উৎসব কুমার বৈরাগী জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের ব্যবসায়ী হাসিবুর রহমান ২০১৩ সালের ৩১ আগষ্ট কিস্তি চুক্তির মাধ্যমে ২০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মিনি ট্রাক ক্রয় করে। ট্রাক বাবদ নগদ ৪লাখ ৯০ হাজার ডাউন পেমেন্ট করেন হাসিবুর। বাকি ১৬ লাখ টাকা ৪ বছর ধরে কিস্তির মাধ্যমে পরিশোধের চুক্তি হয়। কিছু দিন গাড়ীটি পরিচালনার পর ঢাকায় দুর্ঘটনার শিকার হয়। এসময় হাসিবুর রহমান বেশ কয়েক মাস হাসপাতালে চিৎকিসাধীন ও হাজতবাস করেন। জেল হাজত থেকে ছাড়া পেয়ে হাসিবুর রহমান দুর্ঘটনা কবলিত গাড়িটি নিজের জিম্মায় নেয়ার জন্য আদালতে আবেদন করেন এবং বীমা কোম্পানির কাছে বীমার ক্ষতিপূরণ দাবি করেন। গাড়িটির কাগজপত্র ঢাকা উত্তরা ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ এর নামে থাকায় বীমার টাকা তারা তুলে নেয়।

এসময় গাড়ির মালিকানা ও বীমার টাকার জন্য মেট্রপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করেন তিনি। পরে আদালত কর্তৃক তদন্ত করে হাসিবুর রহমানকে গাড়ির মালিক বলে স্বীকৃতি দেয়। তখন ঢাকা উত্তরা ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেরে কর্মকর্তারা প্রতারণার আশ্রয় নিয়ে নতুন করে হাসিবুর রহমানের কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করে। পুনরায় ত্রিশ লাখ টাকার চুক্তিনামা তৈরি করে। পরে তিনি প্রতারনার অভিযোগ এনে এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদি হাসিবুর রহমান বলেন, গাড়ীটি কেনার পর আমি প্রায় সর্বশান্ত হয়ে পড়েছি। ন্যায় বিচারের স্বার্থে আমি আদালতে মামলা করি। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। যারা আমার সাথে প্রতারনা করেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist