নিজস্ব প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৭

পরিচ্ছন্ন নগর গড়ায় ইমামদের সহযোগিতা চাইলেন মেয়র

ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীর রূপ দিতে মসজিদের ইমামদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল সোমবার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এ সভায় ডিএসসিসির ৯৫০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, আমাদের থেকে আপনাদের কথা মানুষ বেশি শুনে এবং মানে। তাই আপনারা যদি বয়ানে পরিচ্ছন্ন নগরীর কথা বলেন, নগরবাসী সেটা শুনবে। তাহলে আপনাদের সহযোগিতায় আমরা পরিচ্ছন্ন নগরী গড়তে পারব।

তিনি আরো বলেন, আমাদের দুই বছরের প্রচেষ্টায় নগরীর উন্নতির চেষ্টা করেছি। আগে যেখানে ১০ শতাংশ স্ট্রিট লাইট জ্বলত না, সেখানে এখন ডিএসসিসির প্রতিটি অলিগলিতে এলইডি বাতির আলো ঝলমল করছে।

ইমামদের এক প্রশ্নের জবাবে খোকন বলেন, কুকুরের উৎপাত বন্ধ করতে হলে হাইকোর্টের একটি আদেশ স্থগিত কিংবা তুলে দিতে হবে। তবে আমরা বন্ধ্যত্বকরণ কার্যক্রম চালু রেখেছি।

এ সময় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান। জবাবে মেয়র বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের আওতার বাইরে। সভা শেষে একটি দোয়া মাহফিল হয়। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লালসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist