reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৭

ড্যাফোডিলের দাবি

র‌্যাংকিংং গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত নয়

সম্প্রতি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‌্যাংকিং গবেষণা প্রতিবেদন গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম। তিনি মনে করেন, সঠিক পদ্ধতি ও তথ্য-উপাত্ত নিয়ে র‌্যাংকিং করলে ড্যাফোডিল ইউনিভার্সিটি তালিকায় আরো কয়েক ধাপ এগিয়ে থাকত।

বাংলা ট্রিবিউন-ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে করা র‌্যাংকিং নির্ণয়বিষয়ক গবেষণা প্রতিবেদনে ড্যাফোডিল ইউনিভার্সিটির অবস্থান দশম এবং ফ্যাকচুয়াল র‌্যাঙ্কিংয়ে বিশতম স্থানে দেখানো হয়েছে। আর দুটির সমন্বয়ে অবস্থান দেখানো হয়েছে দশম।

উপাচার্য বলেন, প্রতিবেদন অনুযায়ী ফ্যাকচুয়াল ডাটাটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নেওয়া ২০১৪ সালের তথ্য। বাস্তবে তা ২০১৩ সালের তথ্য। আর পারসেপচুয়াল ২০১৭ সালের। যদি ফ্যাকচুয়াল ডাটাটিও সাম্প্রতিক সময়ের হতো তাহলে ড্যাফোডিলের পয়েন্ট আরো বেড়ে যেত এবং র‌্যাংকিং তালিকায় প্রথম দিকে উঠে আসত। তাই ওই র‌্যাংকিং নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। যেখানে ড্যাফোডিল অনেক বেশি নম্বর পেতে পারত, সেটা পায়নি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক স্টুডেন্ট অ্যাফেয়ার্স সৈয়দ মিজানুর রহমান ও ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist