নিজস্ব প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০১৭

বর্ধিত হোল্ডিং ট্যাক্স স্থগিতে ঢাকার দুই মেয়রকে নোটিস

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত করতে নোটিস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও উত্তরের মেয়র আনিসুল হক বরাবর এ আইনি নোটিস পাঠিয়েছেন একলাছ উদ্দিন ভূঁইয়া নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী শারমিন আক্তার।

নোটিসে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৮২ ও ৮৩ ধারা মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে কর আরোপ ও কর বলবৎ করার আওতায় কর আরোপের বিধান রয়েছে। কিন্তু কোনোরূপ গণশুনানি কিংবা কোনো ধরনের প্রজ্ঞাপন জারি না করে হোল্ডি ট্যাক্স ৬০০ টাকা থেকে ৪৫ হাজার ৬০০ টাকা বৃদ্ধি করেছে। পক্ষান্তরে সিটি করপোরেশনের নিজস্ব মার্কেট কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সঠিক কর নির্ধারণ করে ঢালাওভাবে এই কর অযৌক্তিক। তাই বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে। এদিকে সিটি করপোরেশন আর নগরবাসী এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। করপোরেশন বলছে, হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি সমন্বয় করা হয়েছে। নগরবাসী বলছেন, বাড়ানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist