ঢাবি প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৭

ঢাবিতে ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস, আওয়ার রেসপনসিবিলিটি’ শিরোনামে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল বুধবার ক্যাম্পাসের মল চত্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদসহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি উদ্বোধন করে উপাচার্য বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে থাকলে মানুষের মানসিকতার ওপরও তার প্রভাব পড়ে, তাই ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্ন রাখা আমাদের সবারই কর্তব্য।

তিনি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের এ উদ্যোগকে অন্যরা অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এমন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের ক্যাম্পাস গড়ে তুলতে হবে যেন এটি একটি মডেল ক্যাম্পাসে পরিণত হয়।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতার কথা উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, যেখানে সেখানে ময়লা-আবর্জনা, কাগজপত্র, আইসক্রিমের খোসা, খাবারের অবশিষ্টাংশ বা ঠোঙা না ফেলা, বাগানের ফুল ও পাতা না ছেঁড়া, ডাল না ভাঙা প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist