ঢাবি প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০১৭

৬ বছর পর প্রক্টর পেল ঢাবি

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর মধ্য দিয়ে ছয় বছর পর প্রক্টর পদে একজনকে পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী রোববার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়োগের চিঠি গতকালই দেওয়া হয়েছে। তবে তিনি প্রক্টর হিসেবে আগামী রোববার দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৪ সেপ্টেম্বর অধ্যাপক আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়েল নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিলে ওই রাতেই ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ও ১০টি হলের প্রাধ্যক্ষ তখনকার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে ৮ সেপ্টেম্বর নতুন উপাচার্যের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত বদলের কথা জানান। এরপর গত দেড় মাস আরেফিনপন্থি হিসেবে পরিচিত আমজাদ আলীই আগের মতো ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে আখতারুজ্জামানের প্রশাসনে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই পদে নতুন দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী এর আগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫০ বছর বয়সী গোলাম রাব্বানী এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক। তার বাড়ি শেরপুর জেলায়। ২০১১ সালের ৩ অক্টোবর থেকে অধ্যাপক এম আমজাদ আলী ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist