নিজস্ব প্রতিবেদক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

শপথ নিলেন পিএসসির নতুন দুই সদস্য

শপথ নিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য নুরজাহান বেগম এনডিসি ও কাজী সালাউদ্দিন আকবর। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. আবদুুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও পিএসসির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নুরজাহান বেগম এনডিসি ও কাজী সালাউদ্দিন আকবর দুজনই সরকারের অতিরিক্ত সচিব থেকে অবসরগ্রহণ করেন। গত ১৯ সেপ্টেম্বর জনস্বার্থে সরকার তাদের বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিএসসির সদস্যপদে এ দুজনকে নিয়োগ দিয়েছেন। নতুন দুই সদস্যকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist