নিজস্ব প্রতিবেদক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

পণ্যক্রয়ে ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করবে বিএসও

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য মালামাল কেনার আগে ঠিকাদার ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করছে স্টেশনারি অফিস (বিএসও)। কাল বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের প্রতিষ্ঠানটির পদ্মা সভাকক্ষে এ মতবিনিময় সভা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানটির উপপরিচালক (উপসচিব) ছরোয়ার হোসেন। ছরোয়ার হোসেন বলেন, সরকারি পণ্য সুষ্ঠুভাবে ও সঠিক মান বজায় রেখে দ্রুত যেন কেনা ও সংগ্রহ করা যায়, সেই লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।’ সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর বিএসওর উপপরিচালক হিসেবে দায়িত্ব নেন ছরোয়ার হোসেন। দায়িত্ব পালন শুরুর অল্পদিনের মধ্যেই তিনি বিএসও কার্যালয়ের পরিবেশকে পরিচ্ছন্ন করে তোলেন। তিনি বিএসও কার্যালয়ের আশপাশের ভাসমান মাদক বিক্রেতাদের আনাগোনা ও আড্ডা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। উল্লেখ্য, স্টেশনারি অফিসটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরাধীন একটি ইউনিট অফিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist