চট্টগ্রাম ব্যুরো

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

গৃহায়নমন্ত্রী বললেন

চট্টগ্রামে পার্ক করতে চাইলেই আপত্তি আসে

চট্টগ্রামে পার্ক করতে চাইলেই সিটি করপোরেশনের আপত্তি আসে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল রোববার দুপুরে র‌্যাডিসন ব্লু চিটাগাং বে-ভিউর মেজবান হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। এর আগে ‘চিটাগাং স্ট্র্যাটেজিক আরবান মাস্টারপ্ল্যান’ শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন করেন মন্ত্রী।

মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘পাঁচলাইশের আবাসিক এলাকায় একটি পার্কের কাজ করতে চেয়েছি। যেটি পাকিস্তান আমলে অধিগ্রহণ করা হয়। যা গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি। যেটি চট্টগ্রাম সিটি করপোরেশনকে দেখভাল করতে দেওয়া হয়। এখন তারা দাবি করছে উত্তরাধিকার ও দখলসূত্রে ওনারা মালিক। দখল সূত্রে কি মালিক হতে পারে কেউ? সেখানে পার্ক করতে চেয়েছি, সেটিও করতে দিল না। সেটি কী হয়। চট্টগ্রামে পার্ক নেই। সকালে ডিসি হিল যারা মর্নিংওয়াক করেন তাদের নিয়ে ডিসি হিল পরিষ্কার করলাম। আমাদের এলাকা আমাদের পরিষ্কার রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘আগ্রাবাদে একটি পার্ক করতেছি। সেখানে সিটি করপোরেশন আপত্তি দিল। এভাবে কি হয়। গণপূর্তের সম্পত্তি কি কেউ নিতে পারবে। কোনো দিন নিতে পারবে না। ঢাকায় ?অনেক আছে। রমনা, সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকার অনেক পার্ক গণপূর্তের অধীনে। ঢাকায় পার্কের জন্য মেয়র আনিসুল হক মাসে তিনবার দেখা করত। পরে ছয়টি পার্কের দায়িত্ব দেওয়া হয়। তবে শর্তসাপেক্ষে। তিন বছর পরপর রিনিউ করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist