নিজস্ব প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

গ্যাসলাইন বিস্ফোরণ

পুরান ঢাকায় এক পরিবারের পাঁচজন দগ্ধ

পুরান ঢাকার শ্যামপুরে আগুনে পুড়ে একই পরিবারে তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা হলেন মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের তিন সন্তান অ্যানি (পাঁচ বছর), হাবিবা (তিন বছর ছয় মাস) ও জুবায়ের (দুই বছর)। গ্যাসলাইনের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের সারা শরীর পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত ৩টায় শ্যামপুরে লাল মসজিদসংলগ্ন তিন নম্বর রোডের পঞ্চমতলা একটি বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে থাকেন তারা। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এনায়েতের ভাতিজা ওয়াসিম জানান, রাত ৩টায় তার চাচার রুমে আগুন ধরে যায়। এতে পাঁচজনই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এদিকে, ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। সবার শরীর ঝলসে গেছে। চিকিৎসা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist