রাবি প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০১৭

রাবি শিক্ষকের মৃত্যু

মিথ্যা তথ্যে জবানবন্দি দাখিলের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর ঘটনায় করা মামলার চার্জশিট নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের সাত শিক্ষক। শিক্ষকদের অভিযোগ-চার্জশিটে তাদের না জানিয়ে এবং কথা না বলেই তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভুল তথ্য জবানবন্দি আকারে উল্লেখ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিভাগের ১২৩ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, আবদুুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ‘আকতার জাহানের অস্বাভাবিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে করা মামলার যে চার্জশিট মতিহার থানার তদন্ত কর্মকর্তা ব্রজগোপাল কর্মকার খুব সম্প্রতি জমা দিয়েছেন, তা সংগত কারণেই আমাদের বিভাগীয় শিক্ষকদের ক্ষুব্ধ ও বিস্মিত করেছে। কারণ, এই চার্জশিটে আমাদের সাত শিক্ষককের নামে ১৬১ ধারায় যে জবানবন্দি দাখিল করা হয়েছে, তা সত্য নয়। নানা রকম বিভ্রান্তিকর তথ্য দিয়ে তা উপস্থাপন করা হয়েছে। বস্তুত আমরা কেউ কখনো জবানবন্দি দিইনি, পুলিশ বিভিন্ন সময় আমাদের কারো কারো সঙ্গে কথা বলেছেন, কারো সঙ্গে একেবারেই কথা বলেননি। অথচ, আমরা দেখতে পাচ্ছি, আমাদের সাত শিক্ষকের নামে ১৬১ ধারায় জবানবন্দি চার্জশিটে দায়ের করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আমরা পুলিশের কাছে বলিনি বা দাবি করিনি, এমন অনেক মনগড়া তথ্য দিয়ে এই জবানবন্দি সাজানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে চার্জশিট দাখিল করে পুলিশ এই মামলার সুষ্ঠু তদন্তের দিকে নজর না দিয়ে বরং আমাদের সহকর্মীবৃন্দকে অসম্মানিত ও হেয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist