নিজস্ব প্রতিবেদক

  ২৪ আগস্ট, ২০১৭

অযথা আটক

ভাটারা থানার ওসিকে গাড়িসহ আদালতে তলব

কোনো উপযুক্ত কারণ ছাড়া এক ব্যবসায়ীর গাড়ি আটকে রাখার ঘটনায় ভাটারা থানার ওসিকে গাড়িসহ তলব করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।

আদালত সূত্র জানায়, গত ১৩ জুলাই ভাটারা থানাধীন শপিং মলের সামনে থেকে একটি গাড়ি আটক করা হয়। গাড়ির মালিক মোমেন উদ্দিন ওইদিন গাড়িটি পার্কে রেখে শপিংয়ে যান। কিন্তু শপিং থেকে ফিরে গাড়ি না পেয়ে স্থানীয় থানায় যোগাযোগ করেন। এরপর থানায় গাড়ি ফেরত চেয়ে একটি আবেদন করেন এবং গাড়ি ফেরত পেতে বারবার থানায় তাগাদা দেন। কিন্তু থানা কর্মকর্তাদের কোনো সদুত্তর না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist