নিজস্ব প্রতিবেদক

  ২১ আগস্ট, ২০১৭

জুলাইয়ে তিতাসের অভিযান

৭২৪৫ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

জুলাইয়ে ১৮ দশমিক ১৯ কিলোমিটার অবৈধ গ্যাসলাইনসহ ৭২৪৫ চুলা এবং বিল বকেয়ার কারণে ২২৩২ চুলা, ৩০ শিল্প, ছয় বাণিজ্যিক, চার সিএনজি ও তিনটি ক্যাপটিভের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পেট্রোবাংলার এ কোম্পানিটি। অবৈধভাবে গ্যাস ব্যবহার ও কারচুপি রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করে। এ বিষয়ে তিনটি জিডি এবং তিনটি এফআইআর করা হয়েছে।

মাসব্যাপী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ এবং ২০ জুলাই গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৭ হাজার ৩৮৯ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী মশিউর রহমানকে পাঁচ হাজার টাকা এবং অপর চারজনকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৬ ও ২৩ জুলাই সোনারগাঁও এলাকায় ৮৬০ ফুট; ১৭ জুলাই সাভার এলাকায় ১৪৭৬৪ ফুট; ১৯ ও ২৭ জুলাই নরসিংদীতে ২৮০ ফুট; ৩১ জুলাই টঙ্গীর কাজীবাড়ি রোড, আইএম সাহা রোড ও আউচপাড়ায় ৪২৬ ফুট; ১৮ জুলাই খিলগাঁওয়ের ত্রিমোহনী নতুন ব্রিজ এলাকায় ৫০ ফুটসহ ৬৯৭০৪ ফুট অবৈধ লাইন অপসারণ ও ৭২৪৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১১ জুলাই কচুক্ষেত এলাকার বাগানবাড়ি থেকে একটি রাইজারের মাধ্যমে পাঁচটি ডাবল চুলা অবৈধভাবে ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাইজারের লকউইংককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist