গাজীপুর প্রতিনিধি

  ২১ আগস্ট, ২০১৭

টঙ্গীর টপস অ্যান্ড বটমস কারখানা

ছয়বারের আশ্বাসেও বেতন পেলেন না শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিলগেট এলাকার টপস অ্যান্ড বটমস লিমিটেড নামের কারখানার শতাধিক শ্রমিক গতকাল রোববার সকালে জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ করে স্মারকলিপি দিয়েছে। কারখানার সুইং অপারেটর সাথী বলেন, ‘গত জুনে ঈদের ছুটির পর ৬ জুন কারখানা খোলার কথা ছিল। ৬ জুন সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখতে পাই। কিন্তু ওই বন্ধের জন্য কোনো নোটিস ছিল না। কারখানা কর্তৃপক্ষ আমাদের কোনো বেতন দিচ্ছে না। একাধিকবার বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের আশ্বাস দেওয়া হয়। সর্বশেষ বেতন দেওয়ার কথা ছিল গত শুক্রবার। কিন্তু ওই দিনও বেতন দেয়নি কর্তৃপক্ষ। পাওনাদির জন্য কারখানার এমডি ও ডাইরেক্টরদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও তারা রিসিভ করেন না। এ অবস্থায় আমারা সন্তানদের লেখাপড়ার খরচ, দোকানের বাকি ও বাড়িভাড়া পরিশোধ করতে পারছি না। সামনে ঈদুল আজহা। তাই আমরা শ্রম আইন অনুয়াযী সব পাওনাদি পরিশোধের জন্য গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।’

জাতীয় শ্রমিক লীগের গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কফিলউদ্দিন তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং স্মারকলিপি দেওয়ার সময় তারা উপস্থিত ছিলেন। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, শ্রমিকরা তাদের পাওনার জন্য স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কারখানার এমডি মো. আশরাফুল ইসলাম জানান, সব পাওনাদি পরিশোধ করে গত ২৬ মে কারখানাটিতে ঈদের ছুটি দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist