আদালত প্রতিবেদক

  ১৭ আগস্ট, ২০১৭

দীপন হত্যা

প্রতিবেদন দাখিলের সময় ফের পেছাল

প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে গেছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফজলুর রহমান গতকাল বুধবার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ২১ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করে দেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলে মামলার তদন্ত কর্মকর্তা মোট ১৯ বার সময় পেলেন বলে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই মোজাম্মেল হোসেন জানান।

২০১৫ সালের ৩১ অক্টোবর বিকেলে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিনই লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। ওই দুই প্রকাশনা থেকেই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছে, যিনি ওই বছরই একইভাবে খুন হন। একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে আনসারুল্লাহ বাংলাটিমকে সন্দেহ পুলিশের। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম ওঠে এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist