বরিশাল প্রতিনিধি

  ১৬ আগস্ট, ২০১৭

বরিশাল নগরে সাততলার ওপরে ভবন নির্মাণ নয়

বরিশাল নগরে সাততলার ওপরে ভবন নির্মাণে অনুমোদন দিতে পারবে না বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাততলার ঊর্ধ্বে ভবন নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মালিককে মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে হবে। গতকাল মঙ্গলবার বিসিসির দায়িত্বশীল সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বরিশাল নগর ভবনের প্ল্যান সহকারী মো. খাইরুল হাসান জানান, সাততলার ঊর্ধ্বে ভবন নির্মাণের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা আরোপে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি গত বুধবার নগর ভবনে পৌঁছেছে। এরপর ওই নিষেধাজ্ঞার তথ্য জানিয়ে প্ল্যান শাখার সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সাততলার ঊর্ধ্বে ভবন নির্মাণের অনুমোদন চেয়ে বর্তমানে প্ল্যান শাখায় ৩০টি আবেদন রয়েছে। ওই আবেদনকারীদের এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে হবে।

বিসিসি সূত্রে জানা গেছে, ২০১৬ সালে নগরে ১ হাজার ৫০টি পাঁচতলা থেকে আটতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। আটতলা থেকে ১০ তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে ৩০টি এবং মেডিনোভা নামক একটি প্রতিষ্ঠান ১২ তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে।

এ ছাড়া ২০১১ সালে ডেসটিনি নামক একটি প্রতিষ্ঠানকে ২৫ তলা ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে বিসিসি। যদিও ডেসটিনির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ওই ভবন নির্মাণ অনিশ্চিত হয়ে যায়।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহায়েদুজ্জামান জানান, বরিশালসহ দেশের তিন সিটি করপোরেশন এলাকায় সাততলার ঊর্ধ্বে ভবন নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়ার বিধান করা হয়েছে। মন্ত্রণালয়ের গঠিত যাচাই-বাছাই কমিটি সব কিছু বিবেচনা করে সাততলার ঊর্ধ্বে ভবন নির্মাণের অনুমোদন দেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist