reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০১৭

দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন

২০১৭ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র ও প্রতিবন্ধি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। সম্প্রতি রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনাতনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় যমুনা ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদেরও সংর্বধনা ও বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কানুতোষ মজুমদার, অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম.সাইফুদ্দীন আহম্মদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মোফাজ্জল হোসেন, মো. আব্দুস সালামসহ নির্বাহী ও ঢাকা অঞ্চলের ১২০০ শতাধিক কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানে ১১৬ জন শিক্ষার্থীকে সংর্বধনা ও প্রত্যেককে বই কেনা বাবদ এককালীন নগদ ৫০০০ টাকা ও যাতায়াত বাবদ ২০০০ টাকা দেওয়া হয়। পাশপাশি মাসিক এক হাজার টাকা বৃত্তির ঘোষণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist