নিজস্ব প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০১৭

পাঁচ বছরে ৫০০ উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল

আগামী পাঁচ বছর ৫০০ নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। সারাদেশ থেকে যোগ্য এবং উদ্যমী তরুণ-তরুণীদের বেছে নেওয়া হচ্ছে। উদ্যোগটি নিয়েছে ড্যাফোডিলের ‘এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগ। প্রকল্পটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘আর ইউ দি নেক্স স্টার্টআপ’। গত ১৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান নতুন উদ্যোগতাদের সাফ্যলের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তা তৈরির জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটি নতুন বিভাগ চালু করে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষিত উদ্যমী ছেলে মেয়েদের বিনা খরচে পড়াশুনাসহ উদ্যোক্তা তৈরিতে সহয়তা করে আসছে।’ এ সময় তিনি উদ্যমী শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ প্রকল্পের জন্য ১০ আগষ্ট থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। প্রাক নির্বাচনী রাউন্ড শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বরে। প্রাথমিকভাবে নির্বাচিতদের গ্রুমিং ও বুস্টআপ ক্যাম্প হবে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বরে। বিজয়ীদের জন্য চার বছরের স্নাতক (সম্মান) কোর্সে অধ্যয়নের সুযোগ তৈরি করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist