চট্টগ্রাম ব্যুরো

  ১১ আগস্ট, ২০১৭

চট্টগ্রামে মহাসড়কে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের মহাসড়কে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না-বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান।

উপস্থিত ছিলেন-চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, উপজেলাসমূহের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা।

বৈঠক শেষে চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, আসন্ন ঈদুল আজহায় পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে। কেউ যাতে অনুমোদন ছাড়া হাট বসাতে না পারে সে জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে কোনো আঞ্চলিক সড়ক কিংবা মহাসড়কে হাট বসানোর অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist