নিজস্ব প্রতিবেদক

  ২৭ জুলাই, ২০১৭

হাঁটুপানিতে খোকন

বৃষ্টিতে ডুবে যাওয়া রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় তাকে হাঁটু পানিতে নামতে হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মেয়র খোকন মিরপুর রোডের সোবহানবাগ থেকে আসাদ গেট পর্যন্ত ঘুরে দেখেন। এ সময় সাঈদ খোকন বলেন, মাস্টারপ্ল্যান ছাড়াই ঢাকা শহরের বৃষ্টির পানি অপসারণে ড্রেনগুলো নির্মাণ করেছে ওয়াসা। এখন এই ড্রেনগুলো তারা নিয়মিত পরিষ্কার করে না। এতে অতিবৃষ্টি হলে পুরো নগরে জলাবদ্ধতা দেখা দেয়। তাই এই জলাবদ্ধতার সম্পূর্ণ দায় ওয়াসা কর্তৃপক্ষকেই নিতে হবে। তিনি বলেন, আজকের এই জলাবদ্ধতা প্রমাণ করে ওয়াসা জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ। এই সংস্থাটিকে অবিলম্বে সিটি করপোরেশনের অধিভুক্ত করতে হবে। অন্যথায় সিটি করপোরেশনের একার পক্ষে জলাবদ্ধতা নিরসন করা অনেক কঠিন কাজ। ধানমন্ডির জলাবদ্ধতা পরিদর্শনের সময় সাঈদ খোকনের সঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist