নিজস্ব প্রতিবেদক

  ২৭ জুলাই, ২০১৭

ওয়াসাকে খাল পরিষ্কার করতে বললেন আনিসুল

ঢাকার জলাবদ্ধতা নিরসনে ওয়াসাকে খাল পরিষ্কার করতে বললেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, ড্রেন তৈরি শেষ হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী। গতকাল বুধবার বিকেলে বনানী, মিরপুর, কালশিতে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। টানা বৃষ্টিতে সারা দেশের মতো রাজধানীবাসীর জনজীবনে দুর্ভোগ হিসেবে দেখা দিয়েছে বিভিন্ন স্থানের জলবদ্ধতা। বুধবার সকাল থেকে রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাংবাদিকদের সঙ্গে জলবদ্ধতার কারণ ও সমাধানের উপায়ও বলেন আনিসুল হক। সমস্যার দ্রুত সমাধানে তার হাতে জাদু নেই বলেও জানান তিনি। দুপুরে কালশি খাল এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আনিসুল হক বলেন, আমরা সকাল থেকেই বিভিন্ন স্থানে ঘুরছি। আপনারা (সাংবাদিকরা) আমাদের সঙ্গে কয়েক জায়গাতে ছিলেন। বনানীতে কেন পানি জমেছে? কারণ রাজউক একটি বাঁধ দিয়ে দিয়েছে সেখানে। রাজউকের বাঁধটি দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু এইভাবে বৃষ্টিপাতের কারণে পানিগুলোর ব্যাক ফ্লো হয়েছে। আমরা আজকে সকাল থেকে আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট সেটি কেটে দিয়েছে। এখন কিন্তু পানি চলে গিয়েছে। আপনি দেখছেন যে কালশি সাংবাদিক খাল বন্ধ। এই সাংবাদিক খাল ছাড়াও অন্যান্য খালও বন্ধ। সাংবাদিক খালের পানি নড়ে না। ১০ ফিটের খাল হয়তো দুই ফিট ভেতরে আজকে টের পেয়েছেন। পানিটাকে তো যেতে দিতে হবে। পানির তো একটা ফ্লো দরকার।’

তিনি বলেন, এই এলাকার মিরপুরের যত জায়গা দেখছেন, কুড়িল ফ্লাইওভারের নিচে দেখে এলাম, বিআরডির কাজ হচ্ছে, যেখানে-সেখানে জলাধার বন্ধ। রাজধানীর সমস্ত জলাধার বন্ধ করে রাখা হয়েছে। এই খাল কিন্তু আমি পরিষ্কার করতে পারব না। কারণ এটি মেয়রের ডিপার্টমেন্ট না। আপনারা দেখেছেন গত সপ্তাহে আমরা মিটিং করেছি। বরং ওয়াসা বলছে মেয়রকে দায়িত্ব দিয়ে দাও। আমরা বলেছি আমরা দায়িত্ব নিতে চাই। দায়িত্ব নিয়ে কাজ করা আর এটি শুরু হওয়া অনেক সময়ের ব্যাপার। সুতরাং, ওয়াসাকে ইমার্জেন্সি ব্যাসিসে এই খালগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এ ছাড়া পানি নড়ার কোনো ব্যবস্থা নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist