ঢাবি প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০১৭

উল্টোপথে চললে বাতিল ঢাবি বাসের রুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস সড়কের উল্টোপথে চালানো নিয়ে বিরক্ত খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসন। চালকরা বলছেন, যানজট হলে ছাত্রদের চাপের মুখে তারা উল্টোপথে বাস চালিয়ে নিতে বাধ্য হন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন এ বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। চালক ও ছাত্রদের জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশনা অমান্য করে উল্টোপথে চললে বাসের রুট বাতিল করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘তারা উল্টোপথে বাস চালিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান ও ঐতিহ্য নষ্ট করছে। উল্টোপথে বাস না চালানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে। তার পরও আমরা বাসের চালক ও বাস কমিটির সঙ্গে বহুবার বৈঠক করেছি, উল্টোপথে না চালানোর জন্য তাদের নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু তার পরও যদি উল্টোপথে চলে, তাহলে আমরা বাস চলাচল বন্ধ করে দেব।’

যানজটে পড়লেই রাজধানীর সব সড়কে নিয়মিত উল্টোপথে ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা কয়েকটি বাস। এতে রাস্তার যানজট আরো তীব্র হয়ে ওঠে। কখনো দুর্ঘটনাও ঘটে। আর এতে সমালোচনার মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সমালোচনার মধ্যেই এই সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্টোপথে গাড়ি না চালাতে ২০১৬ সালের মে মাসে রুল জারি করেন উচ্চ আদালত। সেখানে বিশ্ববিদ্যালয়গুলোর কথাও উল্লেখ ছিল। কিন্তু প্রায়ই তা অমান্য করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বাসের বিরুদ্ধে। গত জুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী পরিবহনের একটি বাস উল্টোপথে চলতে গিয়ে রাজধানীর বিজয় সরণির কাছে একটি দুর্ঘটনা ঘটায়। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist