চট্টগ্রাম ব্যুরো

  ২৩ জুলাই, ২০১৭

সিভাসুর ৩৫ কোটি টাকার বাজেট অনুমোদন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ৩৫ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপাচার্য অফিসে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৭তম অধিবেশনে এ অনুমোদন দেওয়া হয়। এ সময় ২০১৬-২০১৭ অর্থ বছরের ২৯ কোটি ৩২ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

এ অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নুরল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, এস. এ. কাদেরি টিচিং ভেটেরিনারি হাসপাতালের পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব মীর্জা ফারুক ইমাম। সিন্ডিকেট অধিবেশনে ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম।

২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৪১ কোটি ৫০ লাখ টাকার চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ৩৩ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের অর্থ প্রাপ্তির উৎসের মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসবে সরকারি অনুদানের মাধ্যমে এবং ৫ শতাংশ পাওয়া যাবে অভ্যন্তরীণ উৎস থেকে। বাজেটের ভূমিকায় বলা হয়, রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের বাইরেও বিভিন্ন অর্থায়নে ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রায় ৪০ কোটি টাকার গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ১৭ কোটি ৫৩ লাখ টাকার গবেষণা কার্যক্রম চলমান আছে। এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে হাটহাজারীতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্প শিরোনামে প্রায় ১৭৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist