খুলনা প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৭

‘পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচিকে আরো জোরদার করতে হবে। মানুষের জীবন রক্ষা, সম্পদ সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে অধিক হারে বৃক্ষ রোপণ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার সকালে খুলনা সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে বিভাগীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক হতে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপণসহ প্রতিটি সেক্টরে গুরুত্ব দিচ্ছেন। কার্বন-ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন ত্যাগ করে বৃক্ষই আমাদের বাঁচিয়ে রাখতে সহায়তা করে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে সবার প্রতি আহ্বান জানান ?তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপপুলিশ কমিশনার এস এম ফজলুল রহমান, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আবু হেনা ওয়াহিদুল করিম, বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পরিচালক মো. আবদুল লতিফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist