খুলনা প্রতিনিধি

  ২১ জুলাই, ২০১৭

খুলনায় স্মার্টকার্ড বিতরণ শুরু

খুলনায় ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ার্ড পর্যায়ে ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়।

এর আগে গত মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের খুলনা পর্বের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

নগরীর ২১নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। খুলনা সদর থানা নির্বাচন অফিসার এ বি এম শামীম মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন। খুলনা সদর থানা নির্বাচন কর্মকর্তা এ বি এম শামীম মাহমুদ বলেন, আগামী ২৭ জুলাই পর্যন্ত এ ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। সাত দিনে প্রায় ১৬ হাজার ভোটারকে কার্ড দেওয়া হবে।

২৭ জুলাই পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়ার্ডের বাসিন্দারা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist