নিজস্ব প্রতিবেদক

  ২১ জুলাই, ২০১৭

চিকুনগুনিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ফোন করলেই ডাক্তার যাবেন রোগীর ঘরে

রাজধানীতে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এই রোগ। একে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চিকুনগুনিয়া প্রতিরোধে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ডিএসসিসি। আক্রান্ত রোগী ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক তার বাসায় পৌঁছে যাবেন। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মেয়রের বরাত দিয়ে বলা হয়, ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল থেকেই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, পাঁচটি নগর মাতৃসদন কেন্দ্র এবং সিটি করপোরেশনের নিজস্ব দুইটি হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

ওই সময় মেয়র শিগগির চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে নগরবাসীদের আশ্বস্থ করেন। সে লক্ষ্যে ডিএসসিসি বহু ধরনের উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে। এরমধ্যে রয়েছে জনসচেতনতামূলক র‌্যালি, মসজিদে বয়ান করা, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছানো ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist