নিজস্ব প্রতিবেদক

  ১৫ জুলাই, ২০১৭

সড়ক দুর্ঘটনা রোধে আইন মানার আহ্বান

সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের আইন মেনে চলার জন্য রাজপথে শপথ নিয়েছেন ছয়টি সামাজিক সংগঠনের সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ শপথ পাঠ করান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সড়কপথের গণহত্যা বন্ধ কর, সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত কর’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে এ শপথ পাঠ করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনার জন্য আইন অমান্যকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন বলেন, উল্টোপথে গাড়ি চালানোর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। সড়কে নিরাপত্তার জন্য আমি ২৪ বছর ধরে আন্দোলন করছি। দুর্ঘটনা প্রতিরোধে আইন মানতে হবে সবাইকে। সমাবেশে নিরাপদ সড়কের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ জাহান মৃধা (বেনু)। সুপারিশগুলো হলো- মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর যুগোপযুগী সংশোধনী আনা ও বাস্তবায়ন করা, অযান্ত্রিক যানে নিরাপদে চলাচলের উপোযোগী পরিবেশ তৈরি, ভুয়া লাইসেন্সধারী চালকের শাস্তির ব্যবস্থা, গাড়ি চালকদের ট্রিপের পরিবর্তে মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা এবং বিআরটিএকে স্বচ্ছ ও কার্যকর করা।

সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, আইনজীবী সাইফুল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist