নিজস্ব প্রতিবেদক

  ১৫ জুলাই, ২০১৭

মসজিদের দেয়াল নির্মাণে বাধা!

রাজধানীর উত্তরখানের শ্যামবাগ এলাকায় একটি পুরনো মসজিদের দেয়াল ও সিঁড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কমিটির সভাপতির বিরুদ্ধে। এ ছাড়া মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে হুমকি দিচ্ছেন সাবেক সভাপতি আলী আজম সেলিম। এই হুমকির কারণে কমিটির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সূত্র জানায়, শ্যামলবাগ এলাকায় আল-হেলাল জামে মসজিদ নামে আড়াই কাঠার ওপর একটি সেমি-পাকা মসজিদ ছিল। মসজিদটির ২২ বছরেও উন্নতি হয়নি। সম্প্রতি মসজিদের উন্নয়নের জন্য কমিটি পরিবর্তন করেন মুসল্লিরা। নতুন কমিটি মসজিদটি ভেঙে পাঁচ কাঠা জমির ওপর ছয়তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ শুরু করে। দেড় বছরে মসজিদের কিছু কাজ হলেও সিঁড়ি ও বাউন্ডারি দেয়াল না করার জন্য সেলিম কমিটির লোকদের হুমকি দিচ্ছেন। সর্বশেষ গত ২ জুলাই তিনি সেলিমসহ তার পরিবোরের লোকজন দেয়াল ভেঙে দেয়। সেলিমের বাড়ির রাস্তা ছোট হয়ে যাচ্ছে বলেই বাধা দিচ্ছেন তিনি। তবে স্থানীয় সালিসের মাধ্যমে বিষয়টি ফয়সালাও হয়। আর রাস্তাটিও মসজিদের। পরে পুলিশ এসে দেয়াল নির্মাণে সহযোগিতা করে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরে সেলিমসহ তার পরিবারের লোকজন দেয়াল ভেঙে ফেলেন। গত ২৩ জুন জুমার নামাজ শেষে সেলিমসহ কয়েকজন স্থানীয় উচ্ছৃঙ্খল যুবক বর্তমান কমিটির লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেয়াল নির্মাণ না করতে হুশিয়ার করেন। একপর্যায়ে বর্তমান সভাপতিকে না পেয়ে তার দুই ছেলেকে মারধর করেন তারা। এসব ঘটনায় সভাপতির বড় ছেলে ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করেন। মঞ্জুরুল আলম বলেন, সেলিম সাহেব মসজিদের রাস্তা নিজের কাজে ব্যবহার করবেন বলেই দেয়াল বারবার ভেঙে দিচ্ছেন। রাস্তাটা মসজিদের নামে আছে এবং মোতাওয়াল্লিও জীবিত। এদিকে এ বিষয়ে সেলিমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist