নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুন, ২০১৭

প্রথম শ্রেণির নন-ক্যাডারে আরো ১৩৯ জন নিয়োগ

৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে আরো ১৩৯ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। গতকাল রোববার বিকেলে এই সুপারিশ করা হয়েছে ব?লে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৯৮ জনকে, প?রে গত মে মাসে আরো ১৬০ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এ নিয়ে মোট ৬৯৭ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হলো। গতকাল রোববার সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান কর্মকর্তা পদে। এই সংখ্যা ৫৯। এছাড়া ৩৪ জন সাব-রেজিস্ট্রারসহ ১৩টি ক্যাটাগরিতে ১৩৯ জনকে স্বাস্থ্য, শিক্ষা এবং পাসপোর্ট অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশ করা হয়। গত বছর ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হলেও পদস্বল্পতার কারণে ৩ হাজার ৩৫৯ জনকে নন-ক্যাডারের জন্য রাখা হয়। গত বছর নভেম্বরে তাদের নন-ক্যাডারে নিয়োগের জন্য প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়। এতে আবেদন করেন ২ হাজার ৭২৫ জন। পিএসসি সূত্রে জানা গেছে, ৩৫তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের জন্য ৩০ আগস্ট সব মন্ত্রণালয়ে চিঠি পাঠায় পিএসসি। এছাড়া বেশিসংখ্যক প্রার্থী যেন নিয়োগ পান, সেজন্য কোটার প্রার্থী না পাওয়া গেলে সেখানে মেধাবীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। পরে তা মন্ত্রিপরিষদে গেলে কোটা শিথিলের সুপারিশ করা হয়। ২০১০ সাল থেকে বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist