নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুন, ২০১৭

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় থাকবে র‌্যাব

আসছে ঈদুল ফিতর উপলক্ষে প্রায় জনশূন্য হয়ে পড়বে রাজধানী ঢাকা। তাই রাজধানীর প্রায় ১৫ থেকে ২০ লাখ ফাঁকা বাড়ি, অফিস ও বিপণিবিতানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে র‌্যাব। অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ঈদ সামনে রেখে ইতোমধ্যে নগরীর বিপনিবিতাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‌্যাবের ক্যাম্প বসানো হয়েছে। নগরীজুড়ে প্যাট্রল টিম, মোটরসাইকেল প্যাট্রল, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্যাট্রলং বাড়ানো হয়েছে। তারা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে র‌্যাবের ডিজি বলেন, ঈদে রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি থাকবে। বেশির ভাগ বিপণিবিতানগুলো বন্ধ থাকবে। এই ফাঁকা ঢাকার কঠোর নিরাপত্তা দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist