নিজস্ব প্রতিবেদক

  ২৯ মে, ২০১৭

ফলের আড়তে ভেজালবিরোধী অভিযান

রাজধানীর বাদামতলী এলাকায় ফলের আড়তে ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান শুরু করেন।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১০-এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফলমূলে ফরমালিন ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, আম, খেজুর ও কলায় ফরমালিন রয়েছে কি না তা টেস্ট করা হচ্ছে। ফরমালিন ও ভেজাল পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist