নিজস্ব প্রতিবেদক

  ২৯ মে, ২০১৭

প্রথম রোজায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর চকবাজার ও গুলশান এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। প্রতিষ্ঠানগুলো হলো অরিজিনাল বোম্বে সুইটস অ্যান্ড কনফেকশনারী, আলাউদ্দিন সুইটমিট ও লেভেন্ডার সুপার স্টোর। ভোক্তা অধিকার আইন লঙ্ঘন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী বিক্রয় এবং ছাড়পত্র ছাড়া আমদানি করা টমেটো কেচাপ, শ্যাম্পু, স্কিনক্রিম বিক্রির দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

বিএসটিআইর উদ্যোগে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় চকবাজারেএ অভিযান পরিচালিত হয়। অভিযানে অরিজিনাল বোম্বে সুইটস অ্যান্ড কনফেকশনারিকে তিন লাখ টাকা এবং আলাউদ্দিন সুইটমিটকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে লেভেন্ডার সুপার স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা বলেছেন, এবারের রোজায় সব ধরনের পণ্য নজরদারির মধ্যে থাকবে। কোথাও অভিযোগের প্রমাণ পেলে কেউ রেহাই পাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist