নিজস্ব প্রতিবেদক

  ২৭ মে, ২০১৭

সরকারবিরোধী কার্যকলাপ

জামায়াতের ২৫ কর্মী আটক

রাজধানীর পান্থপথে হক চেম্বার নামে একটি ভবন থেকে সন্দেহভাজন জামায়াতের ২৫ কর্মীকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গতকাল শুক্রবার হক চেম্বারের সাত তলায় অবস্থিত প্রফটেক নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, তিন মাস আগে হক চেম্বারের সাত তলায় ওই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তারা সেখানে কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনার ওপর প্রশিক্ষণ দিয়ে থাকেন। কীভাবে সরকারপ্রধান ও অন্য মন্ত্রীদের ছবি বিকৃতি করে ইন্টারনেটের মাধ্যমে সরকারবিরোধী কার্যকলাপ প্রচারণা চালানো যায়-সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া শিবিরের ১৫০ জন কর্মীকে সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ওসি আরো বলেন, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করার পর শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে ওই প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা ও প্রশিক্ষককে আটক করা হয়। তারা সবাই জামায়াতে ইসলামীর কর্মী। গতকাল শুক্রবার দুপুরে তারা সরকারবিরোধী একটি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হবে। এসব অভিযোগের ব্যাপারে আটককৃত ২৫ জন সাংবাদিক জানান, তারা ষড়যন্ত্রের শিকার।

তারা প্রফটেক প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকেন। সরকারবিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে তারা জড়িত নন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist