নিজস্ব প্রতিবেদক

  ২৫ মে, ২০১৭

বনানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পরিকল্পিত আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজউক টাস্কফোর্সের মাধ্যমে বনানী এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।

অভিযানে ৮ নম্বর সড়কের ১০০ নম্বর প্লটে অবস্থিত বহুতল আবাসিক ভবনে পরিচালিত ১১টি বাণিজ্যিক আগামী এক মাসের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার মুচলেকা নেওয়া হয়।

এ ছাড়া ৩ ও ৫ নম্বর সড়কের কয়েকটি ভবনের কার পার্কিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অথরাইজড অফিসার আদিলউজ্জামান ও ইমারত পরিদর্শক সাইফুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist