নিজস্ব প্রতিবেদক

  ২৪ মে, ২০১৭

খিলগাঁওয়ে কামাল হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজধানীর খিলগাঁওয়ে হত্যার শিকার কামাল হোসেনের (২৭) খুনি সন্দেহে মোহাম্মদ জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। গ্রেফতারের পর জাহাঙ্গীরের দেওয়া তথ্যানুযায়ী হত্যায় ব্যবহৃত চাকু ও রক্তমাখা বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ মামলার অন্য দুই আসামি এখনো পলাতক।

গত ১৮ মে রাত দেড়টার দিকে খিলগাঁও থানার খিদমা হাসপাতালের কাছে বিশ্বরোড এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। পরবর্তীতে যুবকের পরিচয় জানা গেলে ওই রাতেই তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে মূল আসামি মোহাম্মদ জাহাঙ্গীরকে আটক করা হয় জানিয়ে মাসুদুর রহমান বলেন, এক মাস আগে মাদক সেবনকে কেন্দ্র করে কামালের সঙ্গে ঝগড়া হয় জাহাঙ্গীরের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist