আদালত প্রতিবেদক

  ২৪ মে, ২০১৭

কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযান

তাজ মঞ্জিল মামলায় তদন্ত প্রতিবেদন ফের পেছাল

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি হিসেবে পরিচিত ‘তাজ মঞ্জিলে’ জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে সপ্তমবারের মতো সময় পেল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ধার্য দিনে কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম নতুন দিন রাখেন।

আগামী ৯ জুলাই তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ঠিক করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন জানিয়েছেন। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর, ৩১ অক্টোবর, ৮ ডিসেম্বর এবং এ বছরের ১৯ জানুয়ারি, ১ মার্চ ও ১১ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজবাড়ির’ পঞ্চম তলায় গত বছরের ২৬ জুলাই ভোররাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়, পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ। এ ঘটনার পরদিন ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন, যাতে ১০ জনকে আসামি করা হয়। মামলাটিতে রাকিবুল হাসান রিগ্যান ওরফে শামীম নামের এক আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist