গাজীপুর প্রতিনিধি

  ২৩ মে, ২০১৭

গাজীপুরে দুই গার্মেন্টে অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুরের কোনাবাড়ী জরুন রোড এলাকার দুটি পোশাক কারখানার অর্ধশত শ্রমিক গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক বলেছেন, এটা হাইসোট্রিক্যাল কনভারসন রিঅ্যাকশন ডিজিজ। এ রোগে একজন মাথা ঘুরে পড়ে গেলে, সেটা দেখাদেখি আরেকজনও একইভাবে মাথা ঘুরে পড়ে যান। অসুস্থদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানা দুটি গতকাল সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়। কারখানা দুটি হলো ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোবারক হোসেন জানান, গত রোববারও কারখানা দুটির অল্প কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। গতকাল সোমবার কাজে যোগে দেওয়ার পর সকাল ৯টার পর থেকে একে একে অর্ধশত শ্রমিক অসুস্থ পড়েন। পরে তাদের স্থানীয় শরীফ মেডিক্যাল, পপুলার প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন, গরমে শ্রমিকরা হিটস্ট্রোক করতে পারেন, সেটা দেখাদেখি পাশের জনেও একই অবস্থা হতে পারে।

কোনাবাড়ী শরীফ প্রাইভেট মেডিক্যালের চিকিৎসক শরীফ সাংবাদিকদের জানান, হাইসোট্রিক্যাল কনভারসন ডিজিজে একজনের দেখাদেখি অন্যজনেরও মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তাছাড়া প্রচন্ড গরমে কেউ হিটস্ট্রোক করলে অপরজনও মনে করবে তারও স্ট্রোক হয়েছে। সেও অজ্ঞান হয়ে ঢলে পড়তে পারেন। তিনি বলেন, ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড নামে কারখানা দুটির প্রায় ৪০ শ্রমিককে সোমবার চিকিৎসা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist