নিজস্ব প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

‘ঢাকা হবে পৃথিবীর শ্রেষ্ঠ শহর’

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেছেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে মানুষ বাঁচবে। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করা হচ্ছে। যত প্রতিকূলতাই থাকুক ঢাকা হবে পৃথিবীর শ্রেষ্ঠ শহর। রাজধানীর সিরডাপের চামেলী মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘নদী, হাওর, জলাধার রক্ষা ও মানুষের অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জাফর আহমেদ বলেন, মানুষ প্রকৃতির অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে প্রকৃতির সঙ্গে বসবাস করতে চান। আমরাও প্রকৃতির দিকে খেয়াল রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে সবকিছু করতে চাই। তিনি বলেন, সরকার জনবান্ধব হয়েছে। আগের মতো ২-৪ জন মিলে আইন করে না। এখন সবদিক বিবেচনা ও সবাইকে সঙ্গে নিয়েই আইন করা হয়। আমাদের যথেষ্ট আইন আছে, কিন্তু নানা সীমাবদ্ধতায় তা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় না। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। কাক্সিক্ষত লক্ষ্য পূরণে সমাজের সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। মূল বক্তব্য দেন পানি বিশেষজ্ঞ ও ওয়ারপো’র সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক। প্যানেল আলোচক ছিলেন এএলআরডি’র (অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট) নির্বাহী পরিচালক শামসুল হুদা, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কাশমির রেজা এবং ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। আঞ্চলিক সেমিনারের মতামত ও সুপারিশের সার-সংক্ষেপ উপস্থাপন করেন এএলআরডি’র উপনির্বাহী প্রধান রওশন জাহান মনি। মুক্ত আলোচনায় অংশ নেন আশেক এলাহী, মিজানুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist