নিজস্ব প্রতিবেদক

  ২৮ মার্চ, ২০১৭

মেয়র খোকন বললেন

মাদক প্রতিরোধে সংস্কৃতি চর্চা করতে হবে

দেশের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে মাদক। তাই মাদক প্রতিরোধে বেশি বেশি শরীর ও সংস্কৃতি চর্চা করতে হবে। সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। গতকাল সোমবার সকালে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের উদ্যোগে ‘মি. ঢাকা শরীর গঠন প্রতিযোগিতা-২০১৭’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।

মেয়র বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। একজন মাদকাসক্তের কারণে একটি পরিবার কী অবর্ণনীয় আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়ে তার ক্ষতির দিক সবার সামনে তুলে ধরতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি করপোরেশন পরিচালিত শরীরচর্চা কেন্দ্রগুলোর সংস্কার ও শরীরচর্চার প্রয়োজনীয় উপকরণ প্রদান করার ঘোষণা দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist