বরিশাল প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০১৭

অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, নগর ভবন অচল

বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট শুরু করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিসিসির বিভিন্ন বিভাগের স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী এবং দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেশিরভাগই কাজ বন্ধ রেখে নগর ভবনের সামনে জড়ো হন। এরপর তারা সেখানে অবস্থান নিয়ে বকেয়া বেতন-ভাতার দাবিতে থেমে থেমে বিক্ষোভ এবং সমাবেশ করেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া নগর ভবনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা জানান, স্থায়ী ৫৪২ জন কর্মকর্তা-কর্মচারীর ৫ মাসের বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের ৩২ মাসের অর্থ বকেয়া রয়েছে। এছাড়া অস্থায়ী ১ হাজার ৬২৬ জন কর্মচারীর তিন মাসের বেতন বকেয়া রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই সোমবার থেকে আবারো অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট শুরু করেছেন তারা। কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে না নেবে, ততদিন এই আন্দোলন চলবে। বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ের পুরো টাকাই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ পরিশোধ করা হচ্ছে। কর্তৃপক্ষ তাদের সমস্যা-সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরও পূর্ব ঘোষণা ছাড়াই এই আন্দোলনের ফলে নগর ভবনের সেবা কার্যক্রম চরমভাবে বিঘিœত হচ্ছে। এ সময় তিনি আন্দোলন প্রত্যাহার করে সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। অন্যদিকে, কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় নগর ভবনে সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা তাদের কাজ সম্পন্ন করতে না পেরে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist