নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৭

‘বঙ্গবন্ধু উৎসব’ করবে বাঙালি সাংস্কৃতিক জোট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ করবে বাঙালি সাংস্কৃতিক জোট। এই উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতি কর্মীদের মধ্যে এক ধরণের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাঙালি সাংস্কৃতিক জোটের নেতারা।

আগামী ১৭ ও ১৮ মার্চ চারুকলার বকুল তলায় এ উৎসব হবে বলে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে। উৎসবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা, গান, প্রামাণ্যচিত্র ও চিত্র প্রদর্শনের পাশাপাশি তাকে নিয়ে যারা কাজ করেছেন তাদেরও সম্মান জানানো হবে।

সংবাদ সম্মেলনে জোটের সভাপতি চয়ন ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুল মতিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আওলাদ হোসেন রুহুল উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist