চট্টগ্রাম ব্যুরো

  ১৩ আগস্ট, ২০২০

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মহানগরীর সাগরিকা পোর্ট কানেকটিং রোডে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জায়গাতে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০টি কাঁচা-পাকা দোকান ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে দেওয়া হয়েছে। এতে চসিকের প্রায় ১৫ গন্ডা জায়গা উদ্ধার করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সাগরিকা অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০টি কাঁচা-পাকা দোকান ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে হোটেল, সিমেন্টর দোকান, বাস কাউন্টার, গাড়ির গ্যারেজসহ অন্যান্য দোকানপাট রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close