reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০২০

শহীদ বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার স্মরণে বিশেষ স্মারকগ্রন্থ

২০২১ সালে জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে। সুবর্ণজয়ন্তী উদ্যাপনের প্রাক্কালে আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সব অকুতোভয় মুক্তিযোদ্ধাদের। বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া বাংলা মায়ের তেমনই এক সূর্যসন্তান যিনি মাতৃভূমিকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে আত্মোৎসর্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। বাংলা মায়ের এই গর্বিত সন্তান বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় বীরউত্তম খেতাবে ভূষিত হন। তার স্মৃতি রক্ষার্থে গঠিত হয়েছে বীর-উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটি। ঢাকা বিশ^বিদ্যালয় (ব্যবস্থাপনা বিভাগ) তাদের সাহসী এই শিক্ষার্থীর নামে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করেছে। মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত সড়কটি শহীদ খাজা নিজামউদ্দিনের নামে নামকরণ করা হয়। বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সংগ্রামী ও কর্মময় জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্মারকগ্রন্থে এ যাবৎকালে শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া সম্পর্কে প্রকাশিত স্মৃতিকথা, প্রবন্ধ, নিবন্ধ, ফটোগ্রাফি অন্তর্ভুক্ত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close