চট্টগ্রাম ব্যুরো

  ০৯ আগস্ট, ২০২০

তেল চুরি করে চসিকের চালক বরখাস্ত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর কেউ দুর্নীতি করে থাকলে তওবা করার আহ্বান জানিয়েছিলেন খোরশেদ আলম সুজন। ঠিক এক দিন পরই চসিকের পরিচালিত একটি অ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করার দায়ে বরখাস্ত হয়েছেন কাজল চন্দ্র সেন নামে এক গাড়িচালক। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে চসিকের পরিচালিত একটি অ্যাম্বুলেন্স তেল চুরির বেশ কয়েকটি ছবি। চসিকের তত্ত্বাবধয়াক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, তেল চুরির বিষয়টি আমরা জানার পরপরই প্রশাসককে অবহিত করি। তিনি আমাকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে তদন্ত করে অভিযুক্ত চালক কাজল চন্দ্র সেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাই। প্রশাসকের নির্দেশনা মতে অ্যাম্বুলেন্স চালককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, বিষয়টি আমার নজরে আসার পরই তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেছি, তার বিরুদ্ধে অফিসিয়ালি যত ব্যবস্থা আছে সব নিতে। পাশাপাশি সে যে পরিমাণ তেল চুরি করেছে তার ১০ গুণ যেন জরিমানা দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close