খুলনা ব্যুরো

  ০৮ জুলাই, ২০২০

করোনায় মারা গেলেন খুলনার ৩ বিশিষ্টজন

খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) পরিচালক সরদার রফিকুল ইসলাম (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নগরীর ছোট মির্জাপুরের বাসিন্দা।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসক নেতার মেয়ে এবং ব্যাংক পরিচালকের বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ঐশী বিনতে জামান (৩২) ও নুরজাহান বেগম (১০৪)। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় আলাদা হাসপাতালে তারা মারা যান।

এর মধ্যে ঐশী বিনতে জামান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. সেখ মো. আখতারুজ্জামানের একমাত্র মেয়ে। তার স্বামী ডা. শাহারিয়ার জামান খুলনা আই হাসপাতালের সহকারী পরিচালক। তিনিও করোনা পজিটিভ বলে জানা গেছে। অপরদিকে, শতবর্ষী নুরজাহান বেগম লকপুর গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিএমডি ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেনের মা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close