চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জুলাই, ২০২০

এতিমদের সম্পদে পরিণত করতে হবে : নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এতিমদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শবান মানবসম্পদে পরিণত করতে হবে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ অবহেলিত দুস্থ-এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব গ্রহণে আগ্রহী। বাংলাদেশের সব ধর্মের মানুষই এতিম শিশুদের লালন-পালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা পরিচালনা করে আসছে। গতকাল মঙ্গলবার টাইগারপাশের চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতরের আয়োজনে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় এতিমদের আর্থিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীতে ১ হাজার ৪৯১ জন এবং উপজেলায় ৬ হাজার ৪৬৬ জন এতিমকে প্রতি মাসে ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা করে ১৯ কোটি ৯ লাখ ৬৮ টাকা দেওয়া হবে। এই অনুদানের চেক সংশ্লিষ্ট এতিমখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close