নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০২০

গরিবদের জন্য টাকা ও চাল বরাদ্দ সরকারের

দেশে প্রাকৃতিক দুর্যোগের আটটি কারণ চিহ্নিত করে সরকার সব জেলার অনুকূলে দেড় কোটি টাকার বেশি নগদ অর্থ ও প্রায় ১১ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের ১২টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা শুকনা খাবার বরাদ্দ দিয়েছে।

গত রোববার সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সহায়তার অংশ হিসেবে এসব অর্থ ও সামগ্রী বরাদ্দ করা হয়েছে।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দেশের আটটি কারণে সবসময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এসব কারণের মধ্যে অন্যতম হচ্ছে বন্যা, নদীভাঙন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকান্ড।

প্রতি বছরের মতো এবারও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। তাই এই সময়ে দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা অংশ হিসেবে সব জেলার অনুকূলে ১০ হাজার ৯০০ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৭৩ লাখ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close